Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাল্য বিবাহ বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের পদক্ষেপ।
Details

৮নং জগদল ইউনিয়নের মানুষ এখনো সচেন হতে পারে নাই। মেয়ের বাবা মা চাই তার মেয়ে বেশি বয়স হলে বিয়ে দিতে পারবে না এবং দূর্ঘটনা হতে পারে অনেক চিন্তা মাথায় তাদের। কিন্তু একটা মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করার পথে চলে যাচ্ছে । মা ও শিশু বাঁচাতে গিয়ে তারা হিমসিম খেয়ে যাচ্ছে । সকল কিছুর মুল হচ্ছে বাল্য বিবাহ। গত মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে গিয়ে জগদল গ্রামে ও রুপাটি গ্রামের দুটি বাল্য বিবাহ বন্ধ করেন। এবং সকলকে সচেতন করেন যে বাল্যবিবাহ একটি জঘন্য অপরাদ এই অপরাধ হতে সকলকে বিরত থাকতে হবে।

ছেলের বয়স ২১এবং মেয়ের বয়স ১৮ এর কম হলে জরিমা/জেল /শাস্তি নির্ধারিত বলে ঘোষনা দেন।

Images
Attachments