Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

থাল ও নদী

আমাদের ০৮নং জগদল ইউনিয়নের মধ্যে বিভিন্ন রকম খাল ও নদী রয়েছে । যার প্রেক্ষিতে গ্রামের বিভিন্ন লোকজন সেখানে তাদের প্রয়োজনীয় কাজ ও করে খাকে । যেমন করে খালের মধ্যে পাট পচানো , ধানের চারা রোপন , বিভিন্ন রকম কাজ করা হয়।  ইউনিয়নে মোট ৭টি খাল আছে। তার মধ্যে একটি নাম করা খাল হচ্ছে লক্ষিপুর খাল ।

 

লক্ষিপুর খাল পানি ব্যবস্থাপনা কমিটির নামে একটি সমিতি ও রয়েছে। সমিতির সদস্যগন ২০টাকা হতে ১০০টাকা পযর্ন্ত সঞ্চয় জমা করে থাকে।

 

সমিতি তে বর্তমানে ২০০০০০টাকা জমা হয়েছে । খালের মধ্যে মাছ চাষ সহ আরও উন্নয়ন মুলক কাজ করে খাকেন।

 

মাগুরা সদর উপজেলা জগদল ইউনিয়নের মধ্য দিয়ে কুচিয়া মোড়া নদীর সাথে যুক্ত হয়েছে একটি খাল যুক্ত নদী ।

অনেক জেলে এই নদী থেকে মাছ ধরে তাদের জীবন জীবিকা চালিয়ে যায়।

এই নদীর কারণে বর্ষাার সময় মাঠের পানি নদীতে গড়িয়ে গিয়ে মাঠের ফসল রক্ষা করে খাকে।